ফের হাতির হানায় এক বৃদ্ধার মৃত্যু। এই নিয়ে হাতির হানায় দুর্গাপুরে মৃত্যুর সংখ্যা দাঁড়াল দুই। বীরভানপুর এলাকার বাসিন্দা ৫৮ বছর বয়সী বৃদ্ধা দুর্গা বিশ্বাস শুক্রবার রাতে পার্শ্ববর্তী এলাকায় কীর্তন শুনতে যান। মধ্যরাতে কীর্তন শুনে বাড়ি ফেরার পথে হঠাৎ তিনি দলছুট এক হাতির মুখোমুখি হন। পালাবার চেষ্টা করলেও তিনি পালাতে পারেননি। মূহুর্তের মধ্যে হাতির আক্রমণের শিকার হন। তাঁর চিৎকার শুনে স্থানীয় মানুষ ছুটে আসে। তাঁকে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষনা করেন। এই ঘটনায় তাঁর বাড়িতে শোকের ছায়া নেমে আসে।
বৃহস্পতিবার বিকেলে বীরভূম থেকে পূর্ণবয়স্ক তিনটি হাতি দূর্গাপুরের পাণ্ডবেশ্বর ও গোপালমাঠ এলাকায় ঢুকে পড়ে। হাতির তাণ্ডবে এক ব্যাক্তির মৃত্যু ও চার জন আহত হয়েছিল। এই ঘটনার পর বাঁকুড়া থেকে বনকর্মীদের আনা হয়। কিন্তু আজও হাতিগুলিকে আজও নিয়ন্ত্রণে আনতে পারেনি বনকর্মীরা। প্রশাসন সহ দুর্গাপুরবাসির কপালে চিন্তার ভাঁজ ফেলেছে হাতিগুলি। যদিও বনদপ্তরের কর্মীরা হাতিগুলিকে জঙ্গলে ফিরিয়ে দিতে বার বার ব্যার্থ হচ্ছে। গত তিনদিন ধরে হাতিগুলির তাণ্ডব অব্যাহত রয়েছে দুর্গাপুর মহকুমায়।