দুর্গাপুরের বাঁকুড়া মোড়ে ডিভিসি’র বর্ধমান সেচ খালের উপর দুর্গাপুর-বাঁকুড়া রোডের উপর নব নির্মিত সেতুর নাট-বোল্ট খুলে নাশকতার ছক বানচাল করল স্থানীয় মানুষ। কয়েক মাস আগে এই সেতু যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়। বৃহস্পতিবার দুপুরে তিন অপরিচিত ব্যক্তিকে স্থানীয় মানুষ নতুন সেতুটির নীচ থেকে নাট-বোল্ট খুলতে দেখে আটক করতে গেলে ওই তিন ব্যক্তি এলাকা ছেড়ে পালাতে গেলে স্থানীয় মানুষ এক জনকে ধরে কোক ওভেন থানার পুলিশের হাতে তুলে দেয়। বাকি দুজন পালিয়ে যায়। স্থানীয় মানুষের অভিযোগ, ওই তিন ব্যক্তি সেতুর নাট-বোল্ট খুলে বড়সড় নাশকতার ছক করেছিল। পুলিশ অবিলম্বে তদন্ত করে দেখুক এদের আসল পরিচয় কি।

স্থানীয় ৪ নং বরো চেয়ারম্যান চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় ধৃত ব্যক্তি বিজেপি কর্মী বলে অভিযোগ করেন। চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, পরিকল্পিতভাবে এই ব্যস্ততম ব্রিজে নাশকতার ছক কষছে বিজেপি কর্মীরা। দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করতে বলেছি পুলিশকে।

যদিও বিজেপির পশ্চিম বর্ধমান জেলার সভাপতি লক্ষণ ঘড়ুই চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ অস্বীকার করে বলেন, ‘বিজেপিকে ভয় পেয়ে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব সব কিছুতেই বিজেপির ভূত দেখছে। আর মিথ্যা মামলা দিচ্ছে বিজেপি কর্মীদের। এই ঘটনার সঙ্গে আমাদের কর্মীরা কোনভাবেই জড়িত নয়। এদিকে পিডব্লুডি’র সাব ডিভিশনাল অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনায়ার অরুনাভ ভট্টাচার্য বলেন, ‘নাট-বোল্ট খুলে নেওয়া সেতুর পক্ষে বিপজ্জনক হতে পারে। আপাতত ব্রিজটি সুরক্ষিত রয়েছে।’ ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

Like Us On Facebook