৮ ডিসেম্বর বিধাননগর গ্রুপ হাউসিং-এর বাতায়ন আবাসনের আবাসিক প্রশান্ত কুমার সিনহা ও নীলিমা সিনহার ফ্ল্যাটে চুরির ঘটনার পুলিশ কিনারা করতে না করতেই ২৪ ঘন্টার মধ্যে শনিবার ফের বিধাননগর গ্রুপ হাউসিং ও দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারে আরও দুটি চুরির ঘটনায় দুর্গাপুরের জনমানসে আতঙ্ক ছড়াল। বিধাননগরের গ্রুপ হাউসিং সহ এবার খোদ দুর্গাপুর আদালতের বিচারপতির ফ্ল্যাটে চুরির ঘটনায় নিরাপত্তা নিয়ে চিন্তিত দুর্গাপুরবাসী।

জানা গেছে, শুক্রবার রাতে বিধাননগরের গ্রুপ হাউসিং বাতায়নের মত একই ছকে বাড়ির কর্তাদের অনুপস্থিতির সুযোগে বিধাননগর গ্রুপ হাউসিং-এর জুপিটার আবাসনে শুভাশীষ রায় ও পিঙ্কি রায়ের ফ্ল্যাটে চোরের দল তালা ভেঙে আলমারি থেকে মূল্যবান সবকিছু নিয়ে চম্পট দেয়। পড়শীরা জানান, শুভাশীষবাবু ও পিঙ্কিদেবী নিকট আত্মীয় বিয়োগে দুর্গাপুরের বাইরে রয়েছেন। শুক্রবার রাতে পড়শীরা শুভাশীষ বাবুর ফ্ল্যাটে আলো জ্বলছে দেখে জানালায় উঁকি দিতেই দেখেন আলমারি হাট করে খোলা ও সমস্ত জিনিস তছনছ। এর পরেই খবর দেওয়া হয় বাড়ির কর্তা ও পুলিশকে।

একই ভাবে সিটি সেন্টারের ফায়ার সার্ভিসের সামনে কালী মন্দিরের পিছনে দুর্গাপুর আদালতের সেকেন্ড কোর্টের বিচারপতি কৃষ্ণেন্দু সরকারের আবাসনে চুরির ঘটনা ঘটে। বিচারপতি পরিবারের সকলকে নিয়ে কলকাতায় গিয়েছিলেন, সেই সুযোগে শুক্রবার রাতে ফাঁকা ফ্ল্যাটে চুরির ঘটনা ঘটে বলে জানা গেছে। বিচারপতি কৃষ্ণেন্দু সরকারের বাড়ির পারিচারিকা মাথু আঁকুড়ে বলেন, শনিবার সকালে বিচারপতি কৃষ্ণেন্দু সরকারের আবাসনে কাজ করতে এসে দেখি দরজার তালা ভাঙা এবং আলমারির লন্ডভন্ড অবস্থা। এর পরেই তাঁদের খবর দিই।

জানা গেছে, বিচারপতির আবাসনে চুরির খবর পেয়ে তড়িঘড়ি শনিবার দুর্গাপুরের এসিপি বিমল কুমার মন্ডল ও ওসি তীর্থেন্দু গাঙ্গুলি সহ অন্যান্য পুলিশ কর্মীরা বিচারপতির আবাসনে ছুটে আসেন। কি কি চুরি হয়েছে বিচারপতি কৃষ্ণেন্দু সরকারের ফ্ল্যাটে তা বিচারপতি কৃষ্ণেন্দু সরকারের পরিবার দুর্গাপুরে এলেই বলা সম্ভব। যদিও পুলিশ কোন কিছুই বলতে অস্বীকার করে। দুর্গাপুর জুড়ে একের পর এক চুরির ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে যেমন প্রশ্ন উঠছে তেমনি বিচারপতির আবাসনে চুরির ঘটনায় পুলিশি নিরাপত্তা নিয়েও প্রশ্ন চিহ্ন দেখা দিল।

Like Us On Facebook