শুক্রবার থেকেই আশায় বুক বেঁধেছিল অন্ডাল ব্লকের মানুষ। শনিবার মকর সংক্রান্তির পূণ্যলগ্নে সকাল থেকেই ঘনঘন বেসরকারি বিমান সংস্থা ‘জুম এয়ার’-এর বিমান অন্ডালের কাজি নজরুল ইসলাম বিমান বন্দরে নামতে লাগল তখন খুশিতে ভরে উঠল শল্পাঞ্চলের মানুষের মন। নিয়মিত ভাবে বিমান পরিষেবা শুরুর আগে পরীক্ষামূলক বিমান ওঠা-নামার মহড়া শুরু করল জুম এয়ার। দীর্ঘ ছয়মাস পর ফের অন্ডাল বিমান বন্দরে বিমান রানওয়ে স্পর্শ করল। গত ১৭ জুন সরকারি ভাবে বিমান পরিষেবা বন্ধ হয়ে যায় অন্ডাল বিমান বন্দরে। যাত্রী না পাওয়ার অজুহাতে ইন্ডিয়ান এয়ারলাইন্স কর্তৃপক্ষ এই বিমান বন্দর থেকে তাদের পরিষেবা বন্ধ করে দেয়।

দুর্গাপুরের অন্যতম গর্ব এখন অন্ডাল বিমাননগরী। অন্ডাল বিমান বন্দরকে ঘিরে শিল্পাঞ্চলের অর্থনৈতিক উন্নতির স্বপ্ন দেখে এলাকার মানুষ। সেই বিমান বন্দর চালু হয়েই বন্ধ হয়ে যাওয়ায় মুষড়ে পড়ে শিল্পাঞ্চলের মানুষ। শনিবার ফের আন্ডাল বিমান বন্দরে বিমান অবতরণ দেখে খুশিতে মন ভরে ওঠে এলাকা বাসীর। খান্দরার গৌতম বক্সি বলেন, আমরা খান্দরা গ্রামের ভূমিপুত্র। অন্ডাল বিমান বন্দরের হাত ধরে যাতে দুর্গাপুর শিল্পাঞ্চলের অর্থনীতি চাঙ্গা হয় তারজন্য অন্ডাল, দক্ষিণখন্ড, ময়রা, খান্দরা, উখড়া গ্রামের মানুষ জমি দিয়েছে বিমান বন্দর গড়তে। আমরা চাই অন্ডাল বিমান বন্দরের হাত ধরেই গোটা শিল্পাঞ্চলের অর্থনীতি চাঙ্গা হোক। একই কথা জানান খান্দরার শিল্পী বন্দ্যোপাধ্যায়, জুলি রুইদাস ও দেবাশিষ সিনহারা।

শিল্পাঞ্চলের প্রশাসনিক কর্তা থেকে শিল্প ও বণিকমহলও চায় ফের অন্ডাল বিমান বন্দরে বিমান পরিষেবা চালু হোক। সূত্র মারফৎ জানা গেছে আগামী ২৭ জানুয়ারি থেকে অন্ডাল বিমান বন্দরে ফের চালু হতে পারে বিমান পরিষেবা। জানা গেছে সাধ্যের মধ্যেই যাত্রী ভাড়া রাখতে চলেছে বেসরকারি বিমান সংস্থা জুম এয়ার।