ফের দুর্গাপুরে বাড়ির সামনে রাখা স্কুটারে রাতের অন্ধকারে দুষ্কৃতীরা আগুন ধরিয়ে দিল। এই ঘটনায় দুর্গাপুরের কোকওভেন থানার অন্তর্গত শ্রমিক নগরে বাসিন্দাদের মধ্যে বুধবার সকালে আতঙ্ক ছড়াল। স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রমিক নগরের বাসিন্দা পেশায় ব্যবসায়ী মেঘ পাত্র মঙ্গলবার রাতে হটাৎ দেখেন বাড়ির সামনে রাখা তিনটি স্কুটার দাউদাউ করে জ্বলছে। তৎক্ষণাৎ দমকল ও পুলিশে খবর দেওয়া হয়। দমকল আসার আগেই বাইকগুলো প্রায় ভস্মীভূত হয়ে যায়।
বেশ কিছুদিন ধরে দুর্গাপুরের বিভিন্ন এলাকায় বাড়ির সামনে রাখা দু’চাকা বা চার চাকা গাড়ি দুষ্কৃতীরা রাতের অন্ধকারে পুড়িয়ে দিচ্ছে। অথচ এইসব ঘটনার সঙ্গে জড়িত দুষ্কৃতীদের ধরতে পারছে না পুলিশ। শহরের বিভিন্ন এলাকাতেই মানুষজন রাতে বাড়ির সামনে বা বারান্দায় দু’চাকা বা চার চাকা গাড়ি রাখেন। বারবার রাতের অন্ধকারে দুষ্কৃতীদের গাড়ি পোড়ানোর ঘটনায় দুর্গাপুর জুড়ে মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে। তারইমধ্যে মঙ্গলবার রাতে শহরে ফের স্কুটি পোড়ানোর ঘটনায় দুষ্কৃতীদের উপস্থিতি ফের প্রমাণ করল। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।
বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?