দুর্গাপুর ইস্পাত কারখানার ঠিকা কর্মীদের নিয়ন্ত্রণের রাশ কার হাতে থাকবে এই নিয়ে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের দুই গোষ্ঠীর কোন্দলে ফের উত্তপ্ত হল দুর্গাপুরের আমরাই গ্রাম। কয়েকদিন আগে কারখানায় এক গোষ্ঠীর কর্মীদের কারখানার গেট পাস কেড়ে নেওয়াকে কেন্দ্র করে আমরাই গ্রামে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষ ও বোমাবাজি হয়। তারপর পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
রবিবার সন্ধ্যায় আরতি গ্রাম থেকে আসা আর এক গোষ্ঠীর কর্মীরা অস্ত্রশস্ত্র নিয়ে এসে চড়াও হয় আমরাই গ্রামে। আরতি গ্রামের তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের অন্য গোষ্ঠীর কর্মীদের সঙ্গে ফের সেই গেট পাস সহ দুর্গাপুর ইস্পাত কারখানার ঠিকা কর্মীদের নিয়ন্ত্রণের রাশ নিয়ে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষ বেধে যায়। তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় ভাঙচুর হয়। দু’টি বাইকও পুড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ। গোটা আমরাই এলাকা সংঘর্ষের খবরে আতঙ্কিত হয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে পুলিশের সামনেই দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ চলতে থাকে। দুর্গাপুরের এসিপি আরিশ বিল্লালের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?