.

পশ্চিম বর্ধমান জেলায় ‘যুব শক্তি’ ভালো কাজ করছে। আগামী দিনে দলীয় নেত্রীকে এই জেলার যুব শক্তি ভালো ফল দেবে। মঙ্গলবার রাতে দুর্গাপুরে এসে এই কথা বলেন বাংলা চলচ্চিত্রের অভিনেতা তথা যুব তৃণমূলের রাজ্য সহ-সভাপতি সোহম চক্রবর্তী। মঙ্গলবার রাতে পুরুলিয়া থেকে কলকাতা যাওয়ার পথে সোহম ব্যক্তিগত কাজে দুর্গাপুরের ১৯ নং ওয়ার্ডের সুভাষ পল্লীতে এক চাটার্ড অ্যাকাউন্টেন্টের বাড়িতে আসেন। প্রায় ৪৫ মিনিট থাকার পর তিনি ফের কলকাতার উদ্দেশে রওনা দেন। তার ফাঁকে উপস্থিত সাংবাদিকদের সোহম বলেন, ‘আমি ব্যক্তিগত কাজে সুভাষ পল্লীতে এসেছি। বাংলার যুব শক্তির নেতৃত্বে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর পরিচালনায় যুব শক্তি রাজ্যের বিভিন্ন জেলার মতো পশ্চিম বর্ধমান জেলাতেও ভালো কাজ করছে।’

Like Us On Facebook