সেল ডিএসপি কারখানা কর্তৃপক্ষ দুর্গাপুর স্টিল টাউনশিপে ডিএসপির অবসরপ্রাপ্ত বয়স্ক দম্পতিদের জন্য উন্নত মানের একটি বৃদ্ধাশ্রম, ‘অবসর’ তৈরি করল। দুর্গাপুরের স্টিল টাউনশিপের বি-জোনের মহিষ্কাপুরে বৃদ্ধাশ্রম ‘অবসর’ তৈরি করা হয়েছে। জানা গেছে, কেবলমাত্র ডিএসপির অবসরপ্রাপ্ত বয়স্ক দম্পতি ছাড়াও কেন্দ্রীয় সরকারের অধীনস্থ কোন সংস্থার অবসরপ্রাপ্ত বয়স্ক দম্পতিদেরও এই বৃদ্ধাশ্রমে থাকার সুযোগ পাবেন।
ডিএসপি কারখানা কর্তৃপক্ষ সিএসআর বিভাগের উদ্যোগে ‘অবসর’ বৃদ্ধাশ্রমটি তৈরি হয়েছে এবং এই সিএসআর বিভাগই এই বৃদ্ধাশ্রমে কারা থাকার সুযোগ পাবেন, তা আবেদনের ভিত্তিতে চুড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানা গেছে। বিশেষ করে দুর্গাপুর স্টিল টাউনশিপের অবসরপ্রাপ্ত কর্মীদের অনেকের ছেলেমেয়েরা কর্মসূত্রে বাইরে থাকেন। স্বাভাবিকভাবেই তাঁদের বাবা-মা শেষ বয়সে একাকিত্বে ভোগেন। ডিএসপি কারখানা কর্তৃপক্ষ এই কথা মাথায় রেখেই এই বৃদ্ধাশ্রমটি তৈরি করেছে বলে জানা গেছে।
এই বৃদ্ধাশ্রমে থাকার জন্য স্টিল টাউনশিপের টেগোর হাউসে ডিএসপি কারখানার সিএসআর বিভাগের কাছে প্রথমে একটি আবেদন করতে হবে বলে জানা গেছে। এরপরেই সংশ্লিষ্ট বিভাগ কাদের এই বৃদ্ধাশ্রমে থাকার সুযোগ দেওয়া হবে তা ঠিক করবে। ডিএসপির অবসরপ্রাপ্ত কর্মীদের মধ্যে অতি বয়ষ্কদের বৃদ্ধাশ্রমে থাকার অগ্রাধিকার দেওয়া হবে বলে জানা গেছে। বয়স্ক দম্পতিদের এই বৃদ্ধাশ্রমে থাকার সুযোগ পেতে এককালীন পাঁচ লাখ টাকা এবং সঙ্গে প্রতিমাসে দশ হাজার টাকা করে দিতে হবে। একক ভাবে থাকতে হলে এককালীন তিন লাখ টাকা এবং প্রতি মাসে ছয় হাজার টাকা দিতে হবে। তবে বৃদ্ধাশ্রম ছেড়ে দেওয়ার সময় সুদ ছাড়া জমা টাকা ফেরৎ দেওয়া হবে বলে জানা গেছে। এই বৃদ্ধাশ্রমে থাকার জন্য ডিএসপি কারখানার সিএসআর বিভাগের সঙ্গে ই-মেলেও (csr.dsp@redifmail.com) যোগাযোগ করা যাবে।