দুর্গাপুরের ভিড়িঙ্গী শ্মশান কালী মন্দিরের মায়ের বাৎসরিক পুজো ও মহোৎসব উপলক্ষে শুক্রবার পুণ্যার্থীদের ঢল নামে। এদিন সন্ধ্যায় কালী মায়ের মূর্তি পরিবর্তন হয়। নতুন মৃন্ময়ী মূর্তি বেদিতে প্রতিষ্ঠা করার পর বিগত বছরের মৃন্ময়ী মূর্তি মন্দিরের পাশে কুমোর বাঁধে বিসর্জন দেওয়া হয়। এর পর নিশিরাতে মূল পর্বের পুজো যাগযজ্ঞ সহকারে সম্পন্ন হবে। পুজো শেষে ভক্তদের প্রসাদ বিতরণ করা হবে।
একই সঙ্গে দিবারাত্রি বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান চলছে মন্দির প্রাঙ্গণে। এদিনের পুণ্য মূহুর্তগুলির সাক্ষী থেকে পুণ্য লাভের আশায় দেশ বিদেশের প্রচুর ভক্তের সমাগম ঘটেছে জেলার প্রাচীন ঐতিহ্যবাহী এই মন্দিরে। এদিকে লক্ষাধিক ভক্তের সমাগম উপলক্ষে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে প্রাচীন এই ঐতিহ্যবাহী মন্দিরের শান্তি, শৃঙ্খলা বজায় রাখতে ও অপ্রিতিকর ঘটনা রুখতে গোটা এলাকা সিসিটিভিতে মুড়ে ফেলা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।