পেট্রোল পাম্পে তেলের ট্যাঙ্কারে আগুন। এই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার চাঞ্চল্য ছড়ায় উখরার শঙ্করপুরে। জানা গেছে, বৃহস্পতিবার বেলা পৌনে একটা নাগাদ ঘটনাটি ঘটে উখড়ার শঙ্করপুর মোড় সংলগ্ন ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্পে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন পৌনে একটা নাগাদ অন্যান্য দিনের মত ট্যাঙ্কার থেকে পাম্পে পেট্রোল ভরার কাজ চলছিল। পাম্প কর্মীরা ব্যস্ত ছিলেন অন্যান্য গাড়িতে তেল ভরার কাজে। আচমকাই পেট্রলভর্তি ট্যাঙ্কারে আগুনের শিখা লক্ষ্য করেন প্রত্যক্ষদর্শীরা। মুহূর্তে গোটা ট্যাঙ্কারে আগুন ছড়িয়ে পড়ে। আতঙ্কে দৌড়াদৌড়ি শুরু হয়ে যায় পাম্প ও সংলগ্ন এলাকায়। প্রাথমিক বিস্ময় কাটিয়ে আগুন নেভানোর কাজে হাত লাগান পাম্প কর্মী ও স্থানীয় মানুষজন। খবর দেওয়া হয় দমকলকে। তবে দমকল আসার আগেই আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আসে পাম্প কর্মী ও স্থানীয়দের প্রচেষ্টায়। পেট্রোল ভর্তি ট্যাঙ্কারটি আগুনে ভস্মীভূত হয়। পরে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। বড় দুর্ঘটনা এড়ানো গেল বলে স্থানীয় মানুষজনের দাবি। কারণ পাম্পের পাশেই রয়েছে বসতি। রাস্তার উল্টো দিকে রয়েছে সারি দিয়ে দোকান ও গ্যারেজ। পাম্পের লাগোয়া রাস্তায় সর্বদা গাড়ি চলাচল করে। পেট্রোল ভর্তি ট্যাঙ্কার থেকে পাম্পে আগুন ছড়িয়ে পড়লে বড় দুর্ঘটনা ঘটতে পারতো বলে স্থানীয়দের দাবি।

উল্লেখ্য, বছর পাঁচেক আগে পাণ্ডবেশ্বর এরিয়া অফিস মোড় সংলগ্ন একটি পেট্রোল পাম্পে তেল ভরার সময় এরকমই ট্যাঙ্কারে আগুন লাগার ঘটনা ঘটেছিল। ড্রাইভার আগুন লাগা অবস্থাতেই ট্যাঙ্কারটি চালিয়ে দ্রুত নদীর জলে নামিয়ে দেয়। ড্রাইভারের উপস্থিত বুদ্ধি ও সাহসিকতার কারণে সেবার দুর্ঘটনা এড়ানো গিয়েছিল।

Like Us On Facebook