জাতীয় সড়কে দুর্ঘটনা রোধ করতে দুর্গাপুরের মহকুমাশাসক শঙ্খ সাঁতরা শুক্রবার এক উচ্চ পর্যায়ের বৈঠক করেছিলেন। জাতীয় সড়ক কর্তৃপক্ষ ছাড়াও পরিবহণ দপ্তর, পুলিশ আধিকারিক, বাস ও ট্রাক মালিক সহ সংশ্লিষ্ট সকলেই ওই বৈঠকে উপস্থিত ছিলেন। শুক্রবারের বৈঠকের পর শনিবার মহকুমা প্রশাসনের আধিকারিকরা সংশ্লিষ্ট সকলকে নিয়ে জাতীয় সড়কের অতি দুর্ঘটনা প্রবণ এলাকা বা ‘ব্ল্যাক স্পট’ গুলি পরিদর্শন করেন। সূত্র মারফৎ জানা গেছে আজকের এই পরিদর্শনের পর পরবর্তী বেঠকে এই বিষয়ে বিস্তারিত আলোচনা হবে এবং দুর্ঘটনা রোধে কি কি ব্যবস্থা নেওয়া যেতে পারে সে বিষয়ে আলোচনা হবে।
Like Us On Facebook