দিল্লির আশ্বাসে দুর্গাপুরের এনপিটিআই-এ অনশন প্রত্যাহার করল বিক্ষোভরত পড়ুয়ারা। অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন (এআইসিটিই) বি-টেক কোর্স বন্ধের সিদ্ধান্ত পুর্নবিবেচনা করার আশ্বাস দেওয়ায় ফের দুর্গাপুরের এনপিটিআই-এ স্বাভাবিক পঠনপাঠন শুরু হল। টেকনিক্যাল কোর্স চালু রাখতে প্রতি বছর এআইসিটিই-র কাছে অনুমোদন নবীকরণ করতে হয়। এবছর সেই নবীকরণ করেনি এনপিটিআই। সেই খবর পৌঁছয় পড়ুয়াদের কানে। ছাত্র-ছাত্রীদের মধ্যে বি-টেক কোর্স বন্ধের আশঙ্কা জন্মায়। বি-টেক কোর্স চালু রাখার দাবিতে এনপিটিআই-এর পড়ুয়ারা পঠন-পাঠন শিকেয় তুলে গত এক সপ্তাহ ধরে অনশন বিক্ষোভ করে সংস্থার গেটের সামনে। শুক্রবার দফায় দফায় বিক্ষোভে উত্তাল হয় এনপিটিআই। শেষমেশ এনপিটিআই-এর ডিরেক্টর অতীশ বন্দোপাধ্যায়ের নেতৃত্বে এনপিটিআই এর শিক্ষকরা ছাত্র-ছাত্রীদের ভবিষ্যতের কথা ভেবে দিল্লির কাছে ঘন ঘন দরবার করেন এবং সেভাবেই দিল্লির বরফ গলে।

Like Us On Facebook