ন্যাশনাল পাওয়ার ট্রেনিং ইন্সটিটিউটে (এনপিটিআই) চলতি বছরে বি-টেক কোর্স বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় দুর্গাপুরের সিটি সেন্টারে এনপিটিআই-এর পড়ুয়ারা সোমবার সংস্থার গেটের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। জানা গেছে, পূর্ব ভারতের একমাত্র দুর্গাপুরে সিটি সেন্টারের এনপিটিআই-এ বি-টেক (পাওয়ার ইঞ্জিনিয়ারিং) কোর্স পড়ান হয়।
রাষ্ট্রীয় সংস্থা এনপিটিআই চলতি বছরে এআইসিটিই’র কাছে অ্যাফিলিয়েশন নবীকরণ না করানোয় আগামী শিক্ষাবর্ষ থেকে পড়ুয়াদের পরীক্ষা অনিশ্চিত হয়ে পড়বে এবং ডিগ্রীরও কোন মূল্য থাকবে না বলে আশঙ্কা এনপিটিআই-এর পড়ুয়াদের। ছাত্র-ছাত্রীরা মনে করছেন ইচ্ছাকৃত ভাবে এনপিটিআই এআইসিটিই’র কাছে অ্যাফিলিয়েশন নবীকরণ না করানোয় পড়ুয়াদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। সোমবার এনপিটিআই-এর প্রায় ২৪০ জন পড়ুয়া পঠন-পাঠন শিকেয় তুলে অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় পথে নেমে বিক্ষোভ দেখাল।
এদিন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ মমতাজ সংঘমিতা ছাত্র বিক্ষোভের কথা শুনে এনপিটিআই-এ ছুটে যান। তিনি ছাত্র-ছাত্রীদের বিষয়টি দেখার আশ্বাস দেন বলে জানা গেছে। এনপিটিআই-এর ছাত্র সাগ্নিক ব্যানার্জীর অভিযোগ, এনপিটিআই-এর মত কেন্দ্রীয় সংস্থার একটি শিক্ষা প্রতিষ্ঠান ইচ্ছাকৃত ভাবে এআইসিটিই’র অ্যাফিলিয়েশন নবীকরণ না করায় আমরা অনিশ্চিত ভবিষ্যতের সম্মুখিন। নিজেদের ভবিষ্যত সুনিশ্চিত করতে প্রয়োজনে আমরা আদালতের দ্বারস্থ হব।