দুর্গাপুর মহকুমার জঙ্গলমহল এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি মেনে এবছর দুর্গাপুর-ফরিদপুর ও কাঁকসা ব্লকে ডিসেম্বর-জানুয়ারি মাসে শীত আবহে জঙ্গলমহল উৎসব অনুষ্ঠিত হবে। মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর সার্কিট হাউসে পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের এক পর্যালোচনা বৈঠকে এই সিদ্ধান্ত হয় বলে জানা গেছে। পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রী শান্তিরাম মাহাতোর পৌরহিত্যে এদিন পূর্ব ও পশ্চিম বর্ধমান সহ বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক অতিরিক্ত জেলাশাসকরা এই বৈঠকে উপস্থিত ছিলেন। দুর্গাপুরের মহকুমাশাসক তথা পশ্চিম বর্ধমান জেলার অতিরিক্ত জেলাশাসক শঙ্খ সাঁতরা এই বৈঠকে দুর্গাপুরের জঙ্গলমহল এলাকার মানুষের দীর্ঘ দিনের আবদার উপস্থাপন করেন। পশ্চিমাঞ্চল মন্ত্রী সেই প্রস্তাবে শীলমোহর দেন বলে সুত্রের খবর। সুত্র মারফৎ জানা গেছে, দুর্গাপুর-ফরিদপুর ব্লক ও কাঁকসার জঙ্গলমহল এলাকায় শীতের আবহে জঙ্গলমহলের বিভিন্ন সংস্কৃতি তুলে ধরে জমজমাট জঙ্গলমহল উৎসবের আসর বসবে। এই বিষয়ে প্রশ্ন করলে দুর্গাপুরের মহকুমাশাসক শঙ্খ সাঁতরা ওই বৈঠকে দুর্গাপুরের দুই জঙ্গলমহলে উৎসব আয়োজনের সিদ্ধান্তের সত্যতা স্বীকার করেন।