পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট ব্লকের মাজিগ্রাম অঞ্চলের ১৩ টি গ্রামে মঙ্গলবার সন্ধ্যায় কালবৈশাখী ঝড়ের তান্ডবে গৃহহীন হলেন প্রায় ৫০০ টি পরিবার। এলাকায় বড় বড় গাছ পড়েছে প্রায় কয়েক হাজার। গোটা মাজিগ্রাম অঞ্চল বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। শতাধিক ইলেকট্রিক পোল ভেঙে পড়েছে ঝড়ের তান্ডবে।
স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ হঠাৎ করে কালবৈশাখী ঝড় শুরু হয়। এই ঝড়ের তান্ডব মাজিগ্রাম অঞ্চলের প্রায় ১৩ টি গ্রাম দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু মানুষ গৃহহীণন হয়ে পড়েছেন। তাঁরা স্থানীয় স্কুল বা আইসিডিএস সেন্টারে আশ্রয় নিয়েছেন।
ব্লক আধিকারিক মুস্তাক আহমেদ বলেন, ‘আমি কাল রাত্রে ফোনে খবর পেয়েছি সকালেই ব্লকের রিলিফ দফতরের আধিকারিকদের পাঠিয়েছি সমস্ত রকম সরকারি সাহায্য করা হবে এলাকায়।’ মাজিগ্রাম অঞ্চলের প্রধান মাধবী ঘোষ ও উপপ্রধান বশিরউদ্দিন শেখ সকাল থেকেই ঘটনাস্থল পরিদর্শন করেন এবং প্রতিটি মানুষকে আশ্বাস দেন পাশে থাকার।
স্থানীয় বাসিন্দা বাবলু ঘোষ জানান সবে মাত্র বাড়িতে সন্ধ্যা দেখানো হয়েছে, সেই সময় হঠাৎ করে কালবৈশাখী ঝড় হয় এবং আমার বাড়ির অ্যাসবেস্টসের চাল উড়ে গিয়ে বহু দূরে পরে। ঘরের সমস্ত জিনিসপত্র নষ্ট হয়ে গেছে।
বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?