অবৈধ বালির ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক মহিলার মৃত্যুকে ঘিরে বুধবার সকালে রণক্ষেত্রের চেহারা নিল অন্ডালের মদনপুরের দামোদরের বালিঘাট এলাকা। এক মহিলাকে বালির ট্রাকে পিষ্ট হয়ে মৃত্যু হতে দেখে প্রত্যক্ষদর্শীরা ক্ষিপ্ত হয়ে অবৈধ বালির ট্রাক ও দামোদর বালি ঘাটের অস্থায়ী কার্যালয়গুলিতে আগুন ধরিয়ে দেয়। অবস্থা সামাল দিতে অন্ডাল থানার বিশাল পুলিশ বাহিনী এলাকায় মোতায়েন করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, অন্ডালের মদনপুরের বাসিন্দা মনোজিৎ বাউরি ও তাঁর দিদি দামোদর বালি ঘাটে স্নান সেরে বাড়ি ফেরার সময় বালি বোঝাই একটি ট্রাকের চাকায় পিষ্ট হন ভাই-বোন। ভাই মনোজিৎ বরাত জোরে আহত হয়ে বেঁচে গেলেও দিদি তনুজা বাউরি (৪৫) ঘটনাস্থলে মারা যান। প্রত্যক্ষদর্শীরা এই মর্মান্তিক দৃশ্য দেখে ক্ষিপ্ত হয়ে বালি ঘাটের সমস্ত গাড়ি ও অস্থায়ী বালির অফিসগুলিতে আগুন ধরিয়ে দেয়। স্থানীয় মানুষের অভিযোগ, পুলিশ প্রশাসনের উদাসীনতায় একদল বালি মাফিয়া মদনপুরের দামোদর বালি ঘাট থেকে অবৈধভাবে বালি তুলে নিচ্ছে। অবৈধ বালির গাড়িতে মদনপুরের মানুষের নাভিশ্বাস উঠেছে। প্রতি দিন ছোটখাটো দুর্ঘটনার কবলে পড়ছে স্থানীয় মানুষ অথচ পুলিশ প্রশাসন মুখে কুলুপ এঁটে রয়েছে।
এদিন স্থানীয় মানুষ পুলিশ কর্তাদের ঘিরে ধরে বিক্ষোভ দেখানোর সময় স্থানীয় নেতাও যে পুলিশের মদতে অবৈধ বালি ঘাট গুলি চলছে তার অভিযোগ করেন। স্থানীয় মানুষের হুমকি অবিলম্বে এই অবৈধ বালি ঘাট ও অবৈধ বালি বোঝাই ট্রাক চলাচল বন্ধ করতে হবে এলাকায় নাহলে আগামী দিনে স্থানীয় মানুষ স্থানীয় নেতাদের বাড়িতে ঢুকে এর প্রতিবাদে বিক্ষোভ দেখাবে এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষায় পুলিশ এলাকায় পুলিশ পিকেটিং শুরু করেছে বলে জানা গেছে।
বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?