মাধাইপুর খোলামুখ খনির আদিবাসী শ্রমিকদের আন্দোলনের ফলে চাপে পড়ে ইসিএল কর্তৃপক্ষ বরখাস্ত আদিবাসী শ্রমিকদের কাজে ফিরিয়ে নিল এবং দ্রুত বকেয়া মিটিয়ে দেওয়ারও প্রতিশ্রুতি দিল।
সোমবার আদিবাসী শ্রমিকরা তীর ধনুক নিয়ে মাধাইপুর খোলামুখ খনির সামনে বিক্ষোভ দেখায়। খনির কাজকর্ম বন্ধ করে দেয় কর্মচ্যুতদের পুনর্বহাল ও বকেয়া বেতনের দাবিতে। উল্লেখ্য, ইসিএল কর্তৃপক্ষ কাজ করিয়ে মাধাইপুর খোলামুখ খনির আদিবাসী শ্রমিকদের বেতন দেয়নি উল্টে ২১ জনকে কাজ থেকে বরখাস্ত করে দেয় বলে অভিযোগ। বরখাস্ত শ্রমিকদের সমর্থনে এগিয়ে আসে আদিবাসী গাঁওতা। তাঁরা আদিবাসী শ্রমিকদের বকেয়া মিটিয়ে কাজে ফিরিয়ে নেওয়ার দাবিতে বিক্ষোভ দেখান ও খনির কাজকর্ম বন্ধ করে দেন।
Like Us On Facebook