করোনা মোকাবিলায় লকডাউন কঠোর ভাবে কার্যকর করতে এবার কেন্দ্রীয় ও‌ রাজ্য সরকার কড়া অবস্থান নিল। রাস্তায় বের হলে মুখে মাস্ক ব্যবহার এখন বাধ্যতামূলক হয়েছে। মাস্ক ব্যবহার না করলে পেট্রল পাম্প থেকেও আর তেল পাওয়া যাবে না। দুর্গাপুরের বিভিন্ন পেট্রোল পাম্পে এই নিয়ম বলবৎ করা হয়েছে। ইতিমধ্যেই মঙ্গলবার ১ বৈশাখের দিন থেকেই পানাগড় সহ বিভিন্ন এলাকায় এই নিয়ম বলবৎ করা হয়েছে।

আগে ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ কর্মসূচির অঙ্গ হিসাবে পথ দুর্ঘটনা রোধ করতে ‘নো হেলমেট নো পেট্রোল’ শ্লোগান ছিল পেট্রোল পাম্প গুলিতে। কিন্তু তার নজরদারির অভাবে হেলমেট ছাড়াই পেট্রোল দেওয়ায় সেই নিয়ম বিশেষ কার্যকরী হয়নি। কিন্তু করোনা মোকাবিলায় এখন পেট্রোল পাম্পের কর্মীরা সোশ্যাল ডিসট্যান্সিং মেনে চলার পাশাপাশি সংক্রমণ রুখতে কড়া মনোভাব নিয়েই ‘নো মাস্ক নো পেট্রোল’ শ্লোগান ‌কার্যকর করতে তৎপর শিল্পাঞ্চলে।

Like Us On Facebook