করোনা সংক্রমণ রুখতে পেট্রোল পাম্পে মাস্ক না পরলে তেল মিলছে না পানাগড় সহ দুর্গাপুরের বিভিন্ন পেট্রোল পাম্পে। এবার একই পথে হাঁটল দুর্গাপুরের বিভিন্ন ওষুধের দোকানদার। প্রত্যেক ক্রেতাকে মুখে মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব বজায় রাখার সরকারি নির্দেশকে মেনে চলা নিয়ে সচেতন করতে ওষুধ দোকানের সামনে নো মাস্ক নো মেডিসিন এবং সামাজিক দূরত্ব বজায় রেখেই দোকানে দাঁড়াতে হবে এই সম্বলিত নোটিস ঝুলতে দেখা গেল দুর্গাপুরের বেনাচিতির নাচন রোডের একটি ওষুধের দোকানে।

সামাজিন দূরত্ব মেনে এই দোকানে ক্রেতাদের প্রতিদিন লম্বা লাইন পড়ে। অনেকেই মুখে মাস্ক পরছেন। সোশ্যাল ডিসট্যান্সিং মানছেন। কিছু ক্রেতা এখনও মুখে মাস্ক না পরেই ওষুধ কিনতে লাইনে দাঁড়িয়ে হুড়োহুড়ি করছেন বলে অভিযোগ দোকানদারের। তাই সরকারি স্বাস্থ্য বিধি মেনে মুখে মাস্ক এবং লাইনে হুড়োহুড়ি না করে সোশ্যাল ডিসট্যান্সিং মেনে ওষুধ নিতে হবে বলে দোকানের সামনে একটি নোটিস ঝুলিয়ে দিয়েছেন।

দোকানদার বলেন, ‘অনেক ক্রেতাই মাস্ক বা কোনভাবে মুখ না ঢেকেই ওষুধ কিনতে আসছেন। আবার কেউ কেউ লাইনে সামাজিক দূরত্ব বজায় রাখছেন না। সামাজিক দূরত্ব বজায় রাখতে দোকানের সামনে নির্দিষ্ট দূরত্বে সাদা দাগ দিয়ে দিয়েছি। অনেকেই সামজিক দূরত্ব বা বাইরে বের হলে নাক-মুখ ঢেকে বের হওয়ার সরকারি নিয়মকে না মেনেই দোকানে চলে আসছেন। এতে আমরা সংক্রমণের ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে পড়ছি। আমরা তাই নিজেদের এবং সমস্ত ক্রেতাদের সুরক্ষার কথা ভেবে দোকানের সামনে নো মাস্ক নো মেডিসিন এবং সামাজিক দূরত্ব বজায় রাখার আবেদন করে নোটিস দিয়ে দিয়েছি এবং প্রত্যেক ক্রেতার হাতে স্যানিটাইজার দিচ্ছি।’ ওষুধ দোকানদারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় মানুষ।

Like Us On Facebook