কয়েক বছর আগে পথ দুর্ঘটনা রদ করতে সমস্ত পেট্রোল পাম্পে ‘নো হেলমেট, নো পেট্রোল’ নিয়ম চালু হয়েছিল। প্রথম দিকে পুলিশের কড়া নজরদারির ফলে হেলমেট ছাড়া মোটরবাইক আরোহীদের তেল বিক্রি বন্ধ হয়ে যায়। কিন্তু নজরদারি শিথিল হতেই বিভিন্ন পেট্রোল পাম্পে ওই সরকারি নির্দেশ লঙ্ঘিত হতে শুরু করে। পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন মঙ্গলবার থেকে ফের ‘নো হেলমেট নো পেট্রোল’ নিয়ম কঠোরভাবে মেনে চলার জন্য নির্দেশিকা জারি করল।
বাইক আরোহীদের জন্য ২০১৫ সালে অবিভক্ত বর্ধমান জেলার তৎকালীন জেলাশাসক ডা. সৌমিত্র মোহন ‘নো হেলমেট নো পেট্রোল’ নিয়ম বলবৎ করেছিলেন। তারপর জেলা ভাগ হয়ে গেলেও বেশ কিছুদিন সেই নিয়ম চালু থাকার পর প্রশাসনিক নজরদারির অভাবে পেট্রোল পাম্পগুলিও বিনা হেলমেটেই বাইক আরোহীদের তেল ভরে দিতে থাকে। হেলমেট পরা নিয়ে বাইক আরোহীদের কিছুটা সচেতনতা তৈরি হলেও এখনও প্রচুর বাইক আরোহী বিনা হেলমেটেই বাইক চালান। সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচির লাগাতার প্রচারে পথ দুর্ঘটনা কিছুটা কমলেও এখনও বিনা হেলমেটে বাইক চালানোর কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। সম্প্রতি বেশ কয়েকটি ক্ষেত্রে বিনা হেলমেটে বাইক চালনোর কারণে দুর্ঘটনায় মৃত্যুর খবরে উদ্বিগ্ন পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসক শশাঙ্ক শেঠির নির্দেশে মঙ্গলবার থেকে ফের ‘নো হেলমেট নো পেট্রোল’ নিয়ম পাম্পগুলিতে কঠোরভাবে বলবৎ করার নির্দেশ জারি হল। এদিন এই নির্দেশিকা জারির পূর্ব মুহূর্ত পর্যন্ত দুর্গাপুরের বিভিন্ন পেট্রোল পাম্পে বিনা হেলমেটে বাইক আরোহীদের তেল দিতে দেখা যায়।