ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির(এনআইটি) উদ্ভাবিত বিভিন্ন যন্ত্রের প্রদর্শন করা হল দুর্গাপুর মহকুমাশাসকের দপ্তরে। মহকুমাশাসক শঙ্খ সাঁতরা কৌতুহলী হয়ে সেই প্রর্দশন পরখ করলেন। জানা গেছে এনআইটি’র আবিস্কৃত বির্পযয় মোকাবিলার সময় যোগাযোগকারী অ্যাপসের সাহায্যে ওয়াইফাই-এর মাধ্যমে পর্যাপ্ত আলো সরবরাহকারি ডিভাইস, দূষণ মাপক যন্ত্র এদিন প্রদর্শন করেন এনআইটির অধ্যাপক ও ছাত্ররা। অধ্যাপক সুব্রত নন্দী ও অধ্যাপক সুজয় সাহার নেতৃত্বে প্রায় জনা তিরিশ ছাত্র ওই যন্ত্রগুলি বিভিন্ন পরীক্ষা নিরিক্ষার পর আবিস্কার করেন। অধ্যাপক সুব্রত নন্দী বলেন আমাদের উদ্ভাবিত ডিভাইসগুলি আজ মহকুমাশাসকের কাছে প্রর্দশন করলাম।
Like Us On Facebook