অবিলম্বে অনলাইনে পরীক্ষার দাবিতে দুর্গাপুর ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির(এনআইটি) পড়ুয়ারা বিক্ষোভ দেখাল। আজ, মঙ্গলবার সকালে দুর্গাপুর এনআইটি’র পড়ুয়ারা কলেজের মূল গেটের সামনে বসে বিক্ষোভে সামিল হয়। প্রধান গেটে তালা লাগিয়ে আন্দোলনে সামিল হয় পড়ুয়ারা। পড়ুয়াদের অভিযোগ, সিলেবাস শেষ হয়নি। এখনও অনলাইন ক্লাস চলছে অথচ হঠাৎ করে কর্তৃপক্ষ এপ্রিল মাসে ১৮ তারিখ থেকে পরীক্ষা শুরু করতে চাইছে অফলাইনে। আর এইভাবে যদি তারা পরীক্ষায় বসে যান তাহলে তাদের ক্যারিয়ার একেবারে শেষ হয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেন পড়ুয়ারা। অবিলম্বে কর্তৃপক্ষ সিদ্ধান্ত প্রত্যাহার করে অনলাইন পরীক্ষা নেওয়ার ব্যবস্থা না করে তাহলে এই আন্দোলন জারি থাকবে বলে হুঁশিয়ারি দেন পড়ুয়ারা। দুর্গাপুর এনআইটি’র পড়ুয়াদের দাবি, যদি খড়্গপুর আইআইটি, রৌরকেল্লা আইআইটি যদি অনলাইন পরীক্ষা নিতে পারে তাহলে কেন দুর্গাপুর এনআইটি কর্তৃপক্ষ অনলাইন পরীক্ষা নিতে পারবে না৷