মঙ্গলবার রাঁচি, হাজারিবাগ, জামশেদপুর ও দুর্গাপুরের ১৫ টি জায়গায় এনআইএ তল্লাশি অভিযানে নামে। এদিন সকাল থেকে জাতীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা ১৫টি দলে ভাগ হয়ে বিভিন্ন সংস্থার অফিস ও বাড়িতে হানা দেয়। নিষিদ্ধ বামপন্থী সংগঠনকে অর্থ সাহায্যের অভিযোগ খতিয়ে দেখতেই এই তল্লাশি বলে এনআইএ’র ওয়েবসাইটে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে। আরও জানানো হয়েছে, আম্রপালি ও মগধ কয়লাখনির কয়লা বেচাকেনা ও পরিবহণের সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থার অফিস ও বাড়িতে চালানো হয়েছে এই তল্লাশি।
দুর্গাপুরের বামুনআড়া শিল্প তালুকের জয়শ্রী ইস্পাত কারখানা ও কারখানার কর্ণধার সনু আগরওয়ালের দুর্গাপুরের বিধান নগরের বাড়িতে এনআইএ মঙ্গলবার সকাল থেকে অভিযান চালাচ্ছে বলে জানা গেছে। মঙ্গলবার সকাল সাড়ে ছ়টা নাগাদ এনআইএ’র টিম শিল্পপতি সনু আগরওয়ালের কারখানা ও বাড়িতে কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে অভিযান শুরু করে। অভিযান চলাকালীন কাঁকসা থানার পুলিশকে বাইরের এলাকার আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব দিয়ে জয়শ্রী ইস্পাত কারখানা ও শিল্পপতি সনু আগরওয়ালের বাড়ি ও কারখানায় ম্যারাথন তল্লাশি চালাচ্ছে। খবর সংগ্রহ করা পর্যন্ত এনআইএ’র পক্ষ থেকে কোন কথা বলা হয় নি সংবাদ মাধ্যমের সঙ্গে।
এদিকে, এনআইএ’র ওয়েবসাইটে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এদিন তল্লাশিতে প্রচুর নথি বাজেয়াপ্ত হয়েছে। নিষিদ্ধ বাম সংগঠনের আম্রপালি ও মগধ অঞ্চল কমিটির অ্যাকাউন্টে টাকা লেনদেনের বেশ কিছু রসিদ বাজেয়াপ্ত করছে এনআইএ।