বাঁশকোপা টোল প্লাজার টোল নিয়ে জাতীয় সড়ক কর্তৃপক্ষ ও বাস মালিক সংগঠনগুলির মধ্যে বুধবারের মিটিং-এ দুই পক্ষের অনড় মনোভাবের ফলে কোন সমাধান সূত্র মিলল না। বাঁশকোপা টোল প্লাজায় বাসগুলি থেকে অত্যধিক হারে টোল ট্যাক্স নেওয়ার অভিযোগে অসন্তুষ্ট বাস মালিকরা প্রতবাদ স্বরূপ টোল প্লাজা দিয়ে বাস পারাপার থেকে বিরত থাকার কর্মসূচি নিয়েছিলেন। সেই কর্মসূচি স্থগিত রেখে জাতীয় সড়ক কর্তৃপক্ষের ডাকে বাস মালিক সংগঠনগুলির প্রতিনিধিরা বুধবার বাঁশকোপায় আলোচনায় বসেন জাতীয় সড়ক কর্তৃপক্ষের আধকারিকদের সঙ্গে। এদিন আলোচনায় কোন সমাধান সূত্র না মেলায় আপাতত ১০ নভেম্বর পর্যন্ত বাসগুলি থেকে টোল না নেওয়ার কথা ঘোষণা করেছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ।
পানাগড় বাস মালিক সংগঠনের এক কর্তা সুব্রত চক্রবর্তী বলেন, আমরা টোল দিয়েই বাস চালাতে চাই। কিন্তু এই রুগ্ন পরিবহণ শিল্পকে বাঁচাতে জাতীয় সড়ক কর্তৃপক্ষকেও এগিয়ে আসতে হবে। তিনি আরও বলেন, বাস পরিষেবা দিতে গিয়ে আমরা ছাত্র-ছাত্রী থেকে বরিষ্ঠ নাগরিকদের বিশেষ ছাড় দিয়ে থাকি। জাতীয় সড়ক কর্তৃপক্ষের নির্ধারিত হারে টোল দিতে গেলে আমরা লোকসানে পড়ে যাব। তাই জাতীয় সড়ক কর্তৃপক্ষের কাছে আমাদের আবেদন রুগ্ন পরিবহণ শিল্পকে বাঁচাতে টোল ট্যক্সের পরিমাণ কমানো হোক।