.

দুর্গাপুরের দামোদর ব‍্যারেজ সংলগ্ন সেচ দফতরের অফিসের পাশে বিনা অনুমতিতে একটি সেচ্ছাসেবী সংস্থা কেন্দ্র সরকারের নাম করে মঞ্চ বেঁধে একটি অনুষ্ঠান করার উদ্যোগ নেয় বলে অভিযোগ। অনুষ্ঠানের মঞ্চ তৈরি করতে গিয়ে সেচ দফতরের আধিকারিকদের সঙ্গে বচসায় জড়াল স্বেচ্ছাসেবী সংস্থার কর্মীরা। ওই স্বেচ্ছাসেবী সংস্থা প্রশাসনের প্রয়োজনীয় অনুমতি পত্র দেখাতে না পারলে পুলিশ অনুষ্ঠান বাতিল করে মঞ্চ খুলতে বাধ্য করে স্বেচ্ছাসেবী সংস্থার কর্মীদের। জানা গেছে, সেচ দফতরের আধিকারিরা ওই স্বেচ্ছাসেবী সংস্থার বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে কোকওভেন থানার দারস্থ হয়।

Like Us On Facebook