রাতভর বর্ষ বরণের বিভিন্ন অনুষ্ঠানের পর দুর্গাপুর শিল্পাঞ্চলে নতুন বছরের শুরুর সকালে সোমবার মানুষের ঢল নামল দুর্গাপুরের বিভিন্ন মন্দির ও চার্চগুলিতে। একই সঙ্গে দুর্গাপুরের জাংশন মল সহ পার্কগুলিতেও শিল্পাঞ্চলের মানুষ আনন্দে মেতে ওঠে সকাল থেকেই।
সোমবার ভোর হতেই দুর্গাপুরের ভিড়িঙ্গী শ্মশানকালী মন্দিরে পুজো দিতে ভক্তদের ঢল নামে। একই ভাবে দুর্গাপুরের বিভিন্ন চার্চেও সোমবার সকালে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। সিটি সেন্টারের টেরেসা ক্যাথলিক চার্চেও প্রচুর মানুষ প্রার্থনায় অংশ নেন। দুর্গাপুরের গ্যামন ব্রীজে সোমবার ১ জানুয়ারি থেকে কল্পতরু মেলা শুরু হল। চলবে ১০ জানুয়ারি পর্যন্ত।
Like Us On Facebook