দুর্গাপুরেও করোনা গ্রাফ উর্দ্ধমুখী। করোনা নিয়ন্ত্রণে প্রশাসনও বদ্ধপরিকর। দুর্গাপুরের বিভিন্ন এলাকায় শনিবার থেকেই মাইক্রো কনটেনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে। সংক্রমণ ঠেকাতে দুর্গাপুর মহকুমার বিভিন্ন বাজার ও দোকান খোলা ও বন্ধের উপর বিধি নিষেধ জারি হল দুর্গাপুরে। প্রশাসনিক নির্দেশিকা অনুযায়ী, রবিবার থেকেই বিধিনিষেধ লাগু হবে। প্রতিদিন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দোকান খোলা থাকবে। সন্ধ্যা ৬ টার পর সমস্ত দোকান বন্ধ থাকবে। দোকানগুলি একদিন ছাড়া ছাড়া খোলা থাকবে। পাশাপাশি দুটি দোকান প্রতিদিন খোলা যাবে না। কেবলমাত্র কাঁচা সবজি, মাছ, মিষ্টি ও দুধের দোকান প্রতি দিন সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকবে। ওষুধ সহ অত্যাবশ্যকীয় পণ্যের দোকান রাজ্য সরকারের গাইডলাইন অনুযায়ী খোলা থাকবে। নির্দেশিকায় স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, ক্রেত-বিক্রেতা উভয়েরই মাস্ক পরা বাধ্যতামূলক। ‘NO MASK NO SERVICE’ কথাটি সমস্ত দোকানদারকে দোকানে লিখে রাখতে হবে।
শনিবার দুপুরে এক প্রশাসন মিটিংয়ে দুর্গাপুরের মহকুমাশাসক শেখর চৌধুরী, দুর্গাপুরের ডিসিপি অভিষেক গুপ্তা, দুর্গাপুরের বিভিন্ন থানার ওসি, দুর্গাপুর পুরসভার কমিশনার, স্বাস্থ্য আধিকারিক সহ দুর্গাপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি কবি ঘোষ ও সম্পাদক ভোলা ভকৎ সহ দুর্গাপুরের বিভিন্ন বাজার কমিটির সভাপতি ও সম্পাদকদের উপস্থিতিতে এই সিদ্ধান্ত হয় বলে জানা গেছে। দুর্গাপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সম্পাদক ভোলা ভকৎ জানান, দুর্গাপুরে করোনা সংক্রমণ দ্রুত বাড়ছে। করোনা মোকাবিলায় পুলিশ ও প্রশাসনের সঙ্গে দুর্গাপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ সব সময় সহযোগিতা করে আসছে। মানুষের স্বার্থে আমরা পুলিশ ও প্রশাসনের সঙ্গে সব ধরণের সহযোগিতা করব আগামী দিনেও।
দুর্গাপুরে দোকান-বাজার খোলার সরকারি নির্দেশিকা দেখে নিন