স্কুলের নতুন ভবনের উদ্বোধন করলেন দুর্গাপুরের মহকুমাশাসক শঙ্খ সাঁতরা। সোমবার দুর্গাপুরের বেনাচিতির ঝান্ডাবাগে হিন্দি জুনিয়ার হাই স্কুলের নতুন ভবনের দ্বারোদঘাটন করেন মহকুমাশাসক। দুর্গাপুর নগর নিগম এলাকায় সরকারি উন্নয়ন তহবিল থেকে মোট ১২টি হিন্দি ও উর্দু হাই স্কুল একে একে উন্নয়ন করা হচ্ছে, তার মধ্যে এই ঝান্ডাবাগ হিন্দি জুনিয়ার হাই স্কুল অন্যতম। এলাকার হিন্দি ভাষাভাষী ছেলেমেয়েদের পঠনপাঠনের জন্য এলাকার বাসিন্দাদের দীর্ঘদিন ধরেই চাহিদা ছিল হিন্দি স্কুলটির উন্নয়নের।  সোমবার দুর্গাপরের মহকুমাশাসক ঝান্ডাবাগ জুনিয়ার হিন্দি হাই স্কুলটির নতুন ভবনের উদ্বোধন করেন। এদিন উদ্বোধনে দুর্গাপুর নগর নিগমের মেয়র পারিষদ ও কাউন্সিলররাও উপস্থিত ছিলেন।

Like Us On Facebook