নিত্য যানজট এবং পুরানো জরাজীর্ণ সেতুতে দুর্ঘটনার আশঙ্কা থেকে মুক্তি দিতে দুর্গাপুরের বাঁকুড়া মোড়ে বর্ধমান সেচ খালের উপর দুর্গাপুর-বাঁকুড়া রোডে নব নির্মিত সেতুটি শীঘ্রই উদ্বোধন করা হবে বলে সেচ দফতর সুত্রে জানা গেছে। বর্তমানে নব নির্মিত সেতুটির উপর দিয়ে পরীক্ষামূলক ভাবে যান চলাচল শুরু হয়েছে।

দুর্গাপুরের বাঁকুড়া মোড়ে বর্ধমান সেচ খালের উপর দুর্গাপুর-বাঁকুড়া রোডে পুরানো সেতুটি ১৯৫৬ সালে সেচ দফতরের উদ্যোগ নির্মিত হয়। কিন্তু ১৯৭৮ সালে প্রবল বন্যায় সেতু বেশ ক্ষতিগ্রস্ত হয়। তাই তখন থেকেই সেতুর উপর দিয়ে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়। ১০ টনের বেশি ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হয়। কিন্তু নির্দেশ অমান্য করেই ভারী যানবাহন চলাচল হচ্ছিল। ফলে সেতুটির বেহাল অবস্থা হয়। নিত্য‌ যাতাযাতকারী মানুষের কথা ভেবে ২০১৪ সালে পুরানো সেতুর পাশেই নতুন সেতু নির্মাণের কাজ শুরু হয়। তারপর থেকেই এই এলাকায় যানবাহন চলাচলে প্রতিদিন যানজটের সৃষ্টি হচ্ছিল। নতুন সেতুর উপর দিয়ে পরীক্ষামূলক যান চলাচল শুরু হওয়ায় স্বস্তিতে এলাকাবাসী। সেচ দফতর সূত্রে জানা গেছে, কয়েক দিন পরীক্ষামূলক ভাবে যানবাহন চলাচলের পর সকলের জন্য খুলে দেওয়া হবে সেতুটি।

বাঁকুড়া মোড়ের পুরানো সেতু
ফাইল চিত্র-পুরানো সেতুর পাশে নির্মিত হচ্ছে নয়া সেতু
Like Us On Facebook