সারা দেশের সঙ্গে দুর্গাপুরেও নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে নেতাজীর ১২০ তম জন্মজয়ন্তী যথাযথ মর্যদায় পালিত হল। দুর্গাপুরের মুল অনুষ্ঠানটি হয় দুর্গাপুর মহকুমা কার্য্যালয়ে। দুর্গাপুরের মহকুমাশাসক শঙ্খ সাঁতরা নেতাজীর মর্মর মূর্তিতে মাল্যদান করেন। মহকুমা কার্য্যালয়ের অনুষ্ঠানস্থলে দেশাত্মবোধক গান গাইলেন বিভিন্ন শিল্পীরা। মহকুমাশাসক শঙ্খ সাঁতরা তাঁর বক্তব্যে নেতাজীর আদর্শ তুলে ধরেন সকলের সামনে।