নেশা থেকে মুক্তির জন্য প্রমিলা বাহিনী অন্ডালের কাজোড়া এলাকায় মদ সহ বিভিন্ন নেশা থেকে এলাকার মানুষকে মুক্ত করতে প্রশাসনিক হস্তক্ষেপ চাইতে বুধবার দুর্গাপুরের মহকুমা শাসককে ডেপুটেশন দিল। অন্ডালের কাজোড়া এলাকায় স্থানীয় যুবকরা নেশার কবলে পড়ে অসামাজিক কাজে লিপ্ত হয়ে পড়ছে, স্থানীয় পড়ুয়াদের পড়াশুনাও লাটে উঠছে এতে। বহু সংসার ভেঙ্গে যাচ্ছে। স্থানীয় পুলিশ নির্বিকার। বুধবার কাজোড়ার নেশা মুক্তি বাহিনী’র প্রমিলারা এর প্রতিবাদে দুর্গাপুরের মহকুমা শাসককের হস্তক্ষেপের জন্য ডেপুটেশন দেয়।
Like Us On Facebook