বুধবার অন্ডালের কাজোড়া মোড়ের একটি পেট্রোল পাম্পে পেট্রোলে জল মিশিয়ে বিক্রির অভিযোগে চাঞ্চল্য ছড়াল। পাম্প বন্ধ করার দাবি জানান স্থানীয়রা। জানা গেছে, বুধবার সকালে কাজোড়া মোড়ের ওই পেট্রোল পাম্প থেকে তেল ভরার পর একাধিক গাড়িতে সমস্যা দেখা দেয়। এক অ্যাম্বুলেন্স চালক জানান, বুধবার সকালে এক রোগী নিয়ে কাজোড়া মোড়ের ওই পাম্পে তেল ভরে কিছুদুর যাওয়ার পরই হঠাৎ গাড়ির স্টার্ট বন্ধ হয়ে যায়। রোগীকে অন্য গাড়ি করে চিকিৎসার জন্য পাঠিয়ে অন্যদের সাহায্য নিয়ে অ্যাম্বুলেন্সটি ফের পেট্রোল পাম্পে নিয়ে আসেন গাড়ির চালক।

অন্ডাল থানা রোডের বাসিন্দা উমাকান্ত রামের অভিজ্ঞতাও একই। তিনি জানান, সম্প্রতি তিনি একটি নতুন বাইক কিনেছেন। এদিন কাজোড়ার পাম্পে বাইকে তেল ভরানোর পর বাইকের স্টার্টিয়ে সমস্যা হয়। বাইকটি স্থানীয় একটি গ্যারেজে নিয়ে গেলে গ্যারেজের মিস্ত্রি জানান, পেট্রোলে জল মেশানো থাকায় এই সমস্যা হয়েছে। অন্য গ্রাহকেরাও অভিযোগ একই করেন। স্থানীয় তৃণমূল নেতা গৌতম মজুমদার বলেন, ‘ওই পাম্পের বিরুদ্ধে এই ধরণের অভিযোগ অনেক দিনের। পাম্পের তেল পরীক্ষা করে দেখার জন্য স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ জানানো হয়েছে।’ এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় অন্ডাল থানার পুলিশ। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। স্থানীয়দের দাবি, যতক্ষণ না ওই পেট্রোল পাম্পের তেল বিশেষজ্ঞ দিয়ে পরীক্ষা করা হচ্ছে ততক্ষণ বন্ধ রাখতে হবে পেট্রোল পাম্প।

Like Us On Facebook