মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হস্তক্ষেপের জন্য বাসিন্দাদের চিঠির পরিপ্রেক্ষিতে দুর্গাপুরের এমএএমসির স্কুলগুলি পুনরায় খোলার জন্য পরিকাঠামো পর্যবেক্ষণ করতে দুর্গাপুরের মহকুমা প্রশাসনের অধিকারিকরা এমএএমসি স্কুলগুলি বুধবার পরিদর্শন করলেন। এমএএমসির গার্লস ও বয়েজ স্কুল গুলির পরিকাঠামো দেখলেন প্রশাসনিক অধিকারিকরা বুধবার। স্কুল গুলি সংস্কার করতে কি কি পদক্ষেপ নিতে হতে পারে সরকারকে সেই সব বিষয় গুলি পর্যবেক্ষণ করলেন প্রশাসনিক আধিকারিকরা। এদিকে এমএএমসি স্কুল গুলি পরিদর্শনের খবরে এমএএমসি আবাসিদের মধ্যে খুশির হাওয়া  বইতে থাকে। অবাসিকরা স্কুল গুলি খোলার ব্যাপারে আশাবাদী হয়ে উঠেছেন। দুর্গাপুরের মহকুমাশাসক শঙ্খ সাঁতরা বর্ধমান ডট কমকে বলেন, এখনই  এমএএমসি’র স্কুল খোলার কোন প্রশাসনিক নির্দেশ পাইনি আমরা। মুখ্যমন্ত্রীকে স্কুল গুলি খোলার আবেদন করার পরিপ্রেক্ষিতে পরিকাঠামো দেখতে বুধবার প্রশাসনিক আধিকারিরা শুধু মাত্র স্কুল গুলি পরিদর্শন করেছেন। প্রশাসনিক আধিকারিকরা স্কুল পরিদর্শনের পর যা রিপোর্ট জমা করবেন আমি তা উপর মহলে পাঠিয়ে দেব। এর পরই সরকার পরবর্তি সিদ্ধান্ত নেবে।

Like Us On Facebook