দুর্গাপুরের নেপালি পাড়া হিন্দি হাইস্কুল রাজ্যের চতুর্থ সেরা স্কুলের শিরোপা পেল। শুক্রবার কলকাতার মহাজাতি সদনে শিক্ষা দফতরের এক অনুষ্ঠানে রাজ্যের চথুর্থ সেরা স্কুল হিসেবে নেপালি পাড়া হিন্দি হাই স্কুলের পড়ুয়া ও স্কুল কর্তৃপক্ষের হাতে রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ট্রফি ও শংসাপত্র তুলে দেন।

এর আগেও পঠন-পাঠন সহ বিভিন্ন ক্ষেত্রে নেপালি পাড়া হিন্দি হাইস্কুল উৎকর্ষের জন্য বিভিন্ন শিরোপা ঘরে তুলেছে। এদিন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের হাত থেকে চতুর্থ সেরা শিক্ষা প্রতিষ্ঠানের মর্যাদা পেয়ে নেপালি পাড়া হিন্দি হাইস্কুল সহ দুর্গাপুর শিল্পাঞ্চলের শিক্ষা মহলে খুশির হাওয়া। স্কুল কর্তৃপক্ষ সহ ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাদের কঠোর পরিশ্রমের ফলেই নেপালি পাড়া হিন্দি হাইস্কুল বিভিন্ন ক্ষেত্রে নানান পুরস্কার পেয়ে আজ জেলা ছাড়িয়ে রাজ্য স্তরে সম্মানিত।

Like Us On Facebook