দুর্গাপুর ইস্পাত কারখানায় শুক্রবার জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) গ্যাস লিকের ঘটনায় কর্মীদের প্রাণহানি রুখতে এবং উদ্ধারের জন্য এক রুদ্ধশ্বাস মহড়া দিল। দুর্গাপুর ইস্পাত কারখানায় কার্বন মোনোক্সাইড গ্যাস লিকের রুদ্ধশ্বাস মহড়ার পরবর্তি পর্যায়ে সজ্ঞাহীন ইস্পাত কারখানার কর্মীদের নিয়ে এনডিআরএফ কর্মীরা উদ্ধার করে ও প্রাথমিক চিকিৎসা সহ দুর্গাপুর স্টিল প্ল্যান্টের মেন হাসপাতালে কর্মীদের ভর্তি সহ বিপর্যয়ের সময় কি করণীয় সে বিষয়ে কারখানার কর্মীদের প্রশিক্ষনও দেয়। দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষ, দুর্গাপুর শিল্প নিরাপত্তা বাহিনী ও এনডিআরএফ যৌথভাবে শুক্রবার দুর্গাপুর ইস্পাত কারখানায় হঠাৎ কার্বন মনোক্সাইড গ্যাস লিক হয়ে গেলে এবং এনডিআরএফ টিম আসার আগে দুর্গাপুর ইস্পাত কারখানার আধিকারিক সহ সকল কর্মীদের কি করণীয় সেই সব বিষয়ে এনডিআরএফ-এর কাছ থেকে হাতে কলমে শিখতেই এই বিশেষ মহড়ার আয়োজন করা হয়। মহড়া দেখার সাধারণের অনুমতি না থাকলেও এদিনের দুর্গাপুর ইস্পাত কারখানায় গ্যাস লিকের ক্ষেত্রে এনডিআরএফের উদ্ধারকারী দলের মহড়ার খবর ছড়িয়ে পড়ায় দুর্গাপুর ইস্পাত কারখানার মেন গেটের জাতীয় সড়কের উপর প্রচুর মানুষ জমায়েত হয়।
Like Us On Facebook