মঙ্গলবার সন্ধ্যায় মন্ত্রী অরূপ বিশ্বাস সদ্য নির্বাচিত কাউন্সিলরদের নিয়ে সর্বসম্মতিক্রমে নতুন মেয়রের নাম ঘোষণা করলেন। ১১ নম্বর ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর প্রাক্তন আমলা দিলীপ অগস্তীর নাম দুর্গাপুরের মেয়র হিসেবে মেনে নেন কাউন্সিলররা। এবং ৮ নং ওয়ার্ডের সদ্য নির্বাচিত কাউন্সিলর মৃগেন্দ্রনাথ পালকে চেয়ারম্যান হিসাবে নির্বাচিত করা হয়।
বুধবার দূর্গাপুর পৌরসভার সদ্য নির্বাচিত কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠান। শপথ গ্রহণ অনুষ্ঠানেকে ঘিরে দুর্গাপুরের সিধু-কানু ইন্ডোর স্টেডিয়ামে সাজো সাজো রব। শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য নীল-সাদা রঙে সেজে উঠেছে সিধু-কানু ইন্ডোর স্টেডিয়াম। সবুজ কার্পেটে মোড়া হয়েছে স্টেডিয়ামের অন্দরমহল। ভিতরে অস্থায়ী স্টেজ তৈরি হয়েছে। এখানে ৪৩ জন সদ্য নির্বাচিত কাউন্সিলার শপথ নেবেন। শপথ গ্রহণ প্রত্যক্ষ করতে প্রায় দশ হাজারের অধিক মানুষ এখানে জমায়েত হবেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা তৃণমূল কংগ্রেসের বর্ধমান জেলার পর্যবেক্ষক তথা মন্ত্রী অরূপ বিশ্বাস সহ অনেক তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতাদের। শপথ গ্রহণ অনুষ্ঠানস্থল কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে মুড়ে ফেলা হয়েছে। প্রচুর পুলিশ মোতায়েন থাকছে গোটা এলাকায়।