অবশেষে দুর্গাপুর নগর নিগমের পাঁচ বোরো চেয়ারম্যানের নাম ঘোষিত হল বুধবার। দুর্গাপুর নগর নিগমের মেয়র দিলীপ অগস্তি বুধবার কাউন্সিলরদের নিয়ে এক বৈঠকে একথা জানান। জানা গেছে ১নং বোরো চেয়ারম্যান হলেন রীনা চৌধুরী, ২নং রমাপ্রসাদ হালদার, ৩নং সুস্মিতা ভুঁই, ৪নং চন্দ্র শেখর ব্যানার্জী এবং ৫নং বোরো চেয়ারম্যানের পদ পেলেন লোকনাথ দাস। আগস্ট মাসে দুর্গাপুর পৌর নির্বাচনের ফল ঘোষণার পর মেয়র নির্বাচন, শপথ গ্রহণ, মেয়র পারিষদ সর্বশেষে অক্টোবরের মাঝে এসে বোরো চেয়ারম্যানের নাম ঘোষিত হল।
Like Us On Facebook