.

নির্বাচনের আগে দুর্গাপুরের বিভিন্ন এলাকায় বুধবার সকাল থেকে নাকা চেকিং শুরু করেছে পুলিশ। দুর্গাপুরের কোক ওভেনব‌থানা এলাকা সহ কাঁকসায় নাকা চেকিং শুরু হয় বুধবার সকাল থেকে। কাঁকসার শিবপুর অজয় নদের ঘাট এলাকায়, অপর দিকে কাঁকসার বসুধায় জোর কদমে হয় নাকা চেকিং। কাঁকসা ট্রাফিক গার্ডের পুলিশ কর্মীরা সকাল থেকেই বীরভূম থেকে বর্ধমানে ঢোকার দুটি রাস্তায় একটি মুচিপাড়া শিবপুর রোডে ও পানাগড় মোড়গ্রাম রাজ্য সড়কে সমস্ত ছোট গাড়ি ও মোটর সাইকেল দাঁড় করিয়ে ডিকি খুলে তল্লাশি চালাচ্ছেন। আসন্ন বিধানসভা নির্বাচনে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এবং এলাকায় যাতে অপরাধী ঢুকতে না পারে সেই জন্যই পুলিশের নাকা চেকিং বলে পুলিশ সূত্রে জানা গেছে। দুর্গাপুরের ডিসিপি অভিষেক গুপ্তা জানান, এই নাকা চেকিংয়ে আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের বিভিন্ন এলাকা থেকে বেশকিছু আগ্নেয়াস্ত্র সহ ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নির্দিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে।

Like Us On Facebook