নাচন ড্যাম সংলগ্ন এলাকায় সেচের জন্য আরও বেশী জল সরবরাহ ও দুর্গাপুরের পানীয় জলের বিকল্প ব্যবস্থা গড়ে তুলতে রাজ্য জলসম্পদ দপ্তরের প্রশাসনিক আধিকারিক ও ইঞ্জিনিয়াররা মঙ্গলবার দুর্গাপুরের নাচন ড্যাম পরিদর্শন করলেন। মাস দুয়েক আগে দুর্গাপুর মহকুমা প্রশাসনের মুখ্যকর্তা মহকুমাশাসক শঙ্খ সাঁতরার প্রস্তাবে সাড়া দিয়ে রাজ্য জলসম্পদ দপ্তরের প্রিন্সিপ্যাল সেক্রেটারি সুব্রত গুপ্ত নাচন ড্যাম পরিদর্শন করে যান।

নাচন ড্যামকে কেন্দ্র করে কি কি উন্নয়ন ঘটানো যায় এলাকায় এই খসড়া তৈরি করেন জলসম্পদ দপ্তরের প্রিন্সিপ্যাল সেক্রেটারি সুব্রত গুপ্ত। নাচন ড্যাম মূলত স্থানীয় এলাকায় সেচ ব্যবস্থার উন্নয়ন ও দামোদর ব্যারেজ বিপর্যয় থেকে শিক্ষা নিয়ে দুর্গাপুরের মানুষের পানীয় জলের বিকল্প ব্যাবস্থা হিসেবে ব্যবহারের জন্য রাজ্য সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে। সেচ দপ্তরের ইঞ্জিনিয়ার শ্যামল দাস বলেন, প্রথমত নাচন ড্যামের নাব্যতা বাড়াতে হবে। বর্তমানে নাচন ড্যামের নাব্যতা ৬ ফুট। শ্যামলবাবু বলেন ১২ ফুট নাব্যতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। মূলত ড্যাম সংলগ্ন এলকায় সেচ ব্যবস্থার আমূল পরিবতন ও দুর্গাপুরে পানীয় জলের বিকল্প ব্যবস্থা তৈরি করতে নাচন ড্যামকে সংস্কার করা হবে।


Like Us On Facebook