রহস্যজনক ভাবে দুই বোনের মৃতদেহ উদ্ধার হল ঘর থেকে। অসুস্থ মাকে ভর্তি করা হয় মহকুমা হাসপাতালে। ঘটনাটি ঘটেছে শনিবার দুর্গাপুরে। জানা গেছে, মৃত দুই বোনের মধ্যে পূজা বাউরি বয়স ২০ আর শ্রাবনী বাউড়ির বয়স ১৫। এই দুই জনের মা সুমিত্রা বাউরি দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি। দুর্গাপুরের বেনাচিতি ভিড়িঙ্গী মোড় সংলগ্ন চাষী পাড়া কয়লা ডিপোর কাছেই থাকতেন তাঁরা।
শনিবার সকালে তাঁদের বাড়ি থেকে কোন সাড়া-শব্দ না পেয়ে স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেয়। এরপর পুলিশ এসে ঘরের দরজা ভেঙে তিন জনকে উদ্ধার করে। মৃত্যুর কারণ সম্পর্কে এখনই নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। ময়না তদন্তের পরই মৃত্যুর নিশ্চিত কারণ সম্পর্কে জানা যাবে বলে পুলিশ জানিয়েছে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে দুর্গাপুররের চাষী পাড়া এলাকায়। দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার জানান, সম্ভবত খাবারের বিষক্রিয়া থেকে মা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। আর মেয়েদের মৃত্যুর কারণ ময়নাতদন্তের পর রিপোর্ট দেখে বলা যাবে।