আসানসোলের চিনাকুড়ির বাসিন্দা জয় প্রকাশ শর্মা (২৫) দিন পনেরো আগে কাজে যোগ দিয়েছিলেন দুর্গাপুরের বামুনাড়া শিল্প তালুকের এক কারখানায়। মঙ্গলবার সকালে কারখানার আবাসনে তাঁর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে কারখানার অন্যান্য শ্রমিকরা।
জানা গেছে, এদিন সকালে আবাসনের ঘরে প্রকাশ শর্মার ঝুলন্ত দেহ দেখতে পান শ্রমিকরা। মৃতের পাদুটি বেল্ট দিয়ে বাঁধা ছিল। মৃতদেহের পাশ থেকে একটি চিরকুট পাওয়া গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে কাঁকসা থানার পুলিশ। কাঁকসা থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।মৃতদেহের পাশ থেকে পাওয়া চিরকুটে কি লেখা আছে সেবিষয়ে পুলিশ কিছু বলতে অস্বীকার করে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায় মঙ্গলবার।
Like Us On Facebook