অন্ডালের কাজী নজরুল ইসলাম এয়ারপোর্ট থেকে দিল্লি ও হায়দ্রাবাদের পর মুম্বাই রুটে বিমান পরিষেবা চালু হল মঙ্গলবার। মুম্বাই উড়ানে প্রথম দিনেই যথেষ্ট ভাল সাড়া মেলায় বিমানবন্দর এবং স্পাইসজেট কর্তৃপক্ষ যথেষ্ট খুশি। কাজী নজরুল ইসলাম এয়ারপোর্ট অথরিটি সূত্রে জানা গেছে, সব কিছু ঠিক ঠাক থাকলে আগামী আগস্ট মাসে অন্ডাল বিমানবন্দর থেকে চেন্নাই এবং বাগডোগরা-শিলং-কলকাতা রুটে বিমান পরিষেবা শুরু হবে। মঙ্গলবার অন্ডাল বিমানবন্দর থেকে মুম্বাই উড়ান পরিষেবা চালু হতেই উচ্ছ্বসিত কেন্দ্রীয় মন্ত্রী তথা আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় বলেন, ‘আমি চাই এবার দুর্গাপুর থেকে বেঙ্গালুরু ও চেন্নাই বিমান পরিষেবা চালু হোক। তাহলে আসানসোল-দুর্গাপুর এলাকার সঙ্গে সঙ্গে ঝাড়খণ্ড সহ বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া ও পার্শ্ববর্তী সমস্ত এলাকায় মানুষ ব্যবসা বাণিজ্যের সঙ্গে চিকিৎসার ক্ষেত্রেও উপকৃত হবেন।’

অন্ডাল বিমাননগরীকে ঘিরে আশার আলো
জাতীয় সড়কের পাশে অন্ডালের সুরভি সিনেমা হল থেকে চার কিলোমিটার দূরে অবস্থিত কাজী নজরুল ইসলাম এয়ারপোর্ট। জাতীয় সড়ক থেকে বিমানবন্দর যাওয়ার রাস্তার দু’দিকে বিঘার পর বিঘা জমিতে দেশের বিভিন্ন বড় বড় সংস্থার জমি রয়েছে। ওই সব জমিতে বিভিন্ন নামিদামি সংস্থার নামের ফলকও দেওয়া রয়েছে। দিল্লি, হায়দরাবাদ ও মুম্বাইয়ের পর আগস্ট মাস থেকে বেঙ্গালুরু ও চেন্নাই বিমান পরিষেবা চালু হওয়ার আশ্বাস পেয়ে দুর্গাপুরের বাসিন্দাদের সঙ্গে দুর্গাপুরের বণিক মহলও খুশি। পাশাপাশি পশ্চিম ও পূর্ব বর্ধমান জেলার শিল্প ও বাণিজ্য মহল মনে করছেন, অন্ডাল বিমানবন্দর থেকে একের পর এক বিমান পরিষেবা শুরু হলেই অন্ডাল বিমানবন্দরের সঙ্গে সঙ্গে বিমানবন্দরকে ঘিরে গড়ে ওঠা অন্ডাল বিমাননগরীতে বিভিন্ন সংস্থার নেওয়া বিঘার পর বিঘা পড়ে থাকা বাণিজ্যিক জমিতে বিনিয়োগ ঘটবে। শিল্প ও বাণিজ্যের প্রসার ঘটবে। দেশের প্রথম বেসরকারি বিমানবন্দর তথা অন্ডাল বিমাননগরীর প্রোমোটার সংস্থা বেঙ্গল এয়ারোট্রোপলিস প্রোজেক্টস লিমিটেড যাবতীয় অনিশ্চয়তা কাটিয়ে বিমাননগরীকে ঘিরে এখন আশার আলো দেখতে শুরু করেছে।

বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?

অন্ডাল বিমানবন্দর যাওয়ার রাস্তা

মুম্বাই উড়ানের আগে অন্ডাল বিমানবন্দরের লাউঞ্জে যাত্রীরা

Like Us On Facebook