পুলিশ প্রশাসন আমাকে কোথাও মিটিং করতে দেবে না। সেই রকমই নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সগড়ভাঙায় বিজেপি প্রকাশ্য জনসভার ডাক দিয়েছে। তাই বুধবার সন্ধ্যায় দুর্গাপুরে পৌঁছানোর পর দুর্গাপুর গেস্ট হাউসে সাংবাদিকদের সামনে এই অভিযোগ করেন বিজেপি নেতা মুকুল রায়। মুকুল রায় বলেন, ‘সভার জন্য যদি মাঠের অনুমতি থাকে তাহলে কেবল মাত্র মাইক ব্যবহারের জন্য মহকুমাশাসকের অনুমতি প্রয়োজন হয়। এক্ষেত্রে সমস্ত প্রশাসনিক অনুমতি পাওয়ার পর সভা করতে দিচ্ছে না পুলিশ।’ মুকুল রায় এদিন বলেন, ‘২০১৯ লোকসভা নির্বাচনে নির্ভয়ে বাংলার মানুষ এই অপশাসনের জবাব দিতে প্রস্তুত। এখন শুধু ট্রেলার দেখছেন, ২০১৯-এ পুরো সিনেমাটা দেখতে পাবেন।’
এদিকে সন্ধ্যা পর্যন্ত সগড়ভাঙায় বিজেপি কর্মীরা মঞ্চ তৈরি করতে পারে নি। বিজেপি কর্মীদের অভিযোগ, বুধবার সকালে ফের চার গাড়ি পুলিশ এসে মঞ্চ তৈরি করতে বাধা দেয়। বিজেপি সূত্রে জানা গেছে, শেষমেশ বিজেপি কর্মীরা মঞ্চ তৈরি করতে না পারলে মাঠে মঞ্চ ছাড়াই সভা করবেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, মুকুল রায়রা। এদিকে তৃণমূল কংগ্রেস কর্মীরা এদিন সগড় ভাঙায় বিজেপি বিরোধী এক মিছিল বের করে। মিছিল সভাস্থলের পাশের রাস্তা দিয়ে বেরিয়ে যায়। মিছিলে হাঁটেন তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার কার্যকরী সভাপতি উত্তম মুখার্জি সহ স্থানীয় তৃণমূল কংগ্রেস কর্মীরা। এদিকে, বুধবার মুকুল রায়এর সগড়ভাঙায় সভাস্থলের মাঠ পরিদর্শনের কথা থাকলেও বুধবার সন্ধ্যায় দুর্গাপুরে আসার ফলে তিনি আর মাঠ পরিদর্শনে যান নি। তিনি সরাসরি সাংবাদিক সম্মেলনে যোগ দেন।