বিজেপি ও তৃণমূল কংগ্রেসের মধ্যে সাঁকোর কাজ করতে বিজেপিতে যোগ দিয়েছেন এক সময়ের তৃণমূলের সম্পদ মুকুল রায়। আসলে মোদীর আচ্ছে দিন উপভোগ করেছে দেশের মানুষ। মোদী-মমতার চিত্রনাট্যে বাঙলার মানুষকে টাইট দিতেই মুকুল রায়ের বিজেপিতে যোগদান। দুর্গাপুরে ডিওয়াইএফআই-এর ২১তম জেলা সম্মেলন উপলক্ষে শুক্রবার সগড়ভাঙায় এক প্রকাশ্য সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে এভাবেই তৃণমূল কংগ্রেস ও সদ্য বিজিপিতে যোগদান করা মুকুল রায়কে আক্রমণ করলেন সিপিএম সাংসদ মহম্মদ সেলিম।
এদিন সগড়ভাঙায় ডিওয়াইএফআই-এর প্রকাশ্য সমাবেশে মহম্মদ সেলিম বিজেপিকে আক্রমণ করার লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপি সভাপতি অমিত শা’র বদলে বেশি বক্তব্য ব্যয় করেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া মুকুল রায়ের বিরুদ্ধে। একই সঙ্গে আক্রমণ শানান তৃণমূলের যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও। অভিষেক বন্দ্যোপাধ্যায় কোম্পানি খুলে সারদার টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ তোলেন সিপিএম সাংসদ। রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য এদিন তৃণমূল কংগ্রেস ও বিজেপি উভয়কেই সমান দায়ী করেন সিপিএমের এই পোড় খাওয়া সাংসদ। এদিনের সমাবেশে ডিওয়াইএফআই-এর শীর্ষ নেতারাও বিজেপি ও তৃণমূল নেতৃত্বকে চাঁছাছোলা ভাষায় আক্রমণ করেন। এদিনের সভায় বাম কর্মীরা সিপিএম সাংসদ মহম্মদ সেলিমের বক্তব্য শোনার জন্য সম্মেলন শেষ হতেই দুপুর থেকেই অপেক্ষা করতে থাকেন।