অ্যালয় স্টিল প্ল্যান্ট (এএসপি) বাঁচাতে কেন্দ্রের উপর আরও চাপ সৃষ্টি করতে হবে। আমরা পার্লামেন্টের ভিতর ও বাইরে অ্যালয় স্টিল প্ল্যান্ট বাঁচাতে বিভিন্ন কৌশল তৈরি করছি। এএসপি’র বিলগ্নিকরণ ঠেকাতে কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রীকে স্মারকলিপি দিয়েছি। তবে আরও চাপ সৃষ্টি করতে হবে। শনিবার এএসপির ধর্না মঞ্চে বসে একথা বলেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ মুমতাজ সংঘমিতা।

অ্যালয় স্টিল প্ল্যান্ট বাঁচাতে এএসপির গেটের সামনের ধর্না মঞ্চে তৃণমূল কংগ্রেস কর্মীদের অবস্থান ২৯ দিনে পড়ল। শনিবার সাংসদ মুমতাজ সংঘমিতা অ্যালয় স্টিল প্ল্যান্টের ম্যানেজিং ডিরেক্টর ও কর্মীদের সঙ্গে দেখা করেন। এর পর ধর্না মঞ্চে বসে সাংসদ বলেন এএসপি’র এমডিও একজন কর্মী। এএসপি বাঁচানোর বা প্ল্যান্টের বিলগ্নিকরণ রোধ করার কোন ক্ষমতা নেই। কিন্তু এমডি থেকে সাধারণ কর্মী সকলেই চান এএসপি বাঁচুক। তাই কেন্দ্রের উপর আরও চাপ তৈরি করতে হবে বলে মত প্রকাশ করেন বর্ধমান-দুর্গাপুরের সাংসদ মুমতাজ সংঘমিতা।

Like Us On Facebook