জাতীয় সড়কে বার বার পথ দুর্ঘটনায় মূমূর্ষ রোগীদের চিকিৎসার জন্য বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ ডা. মমতাজ সংঘমিতা দুর্গাপুরে একটি অত্যাধুনিক ট্রমা সেন্টার চালু করার ইচ্ছার কথা জানালেন। বৃহস্পতিবার দুর্গাপুরে সাংসদ তহবিলের টাকায় বিভিন্ন উন্নয়ন মুলক কাজগুলির পর্যালোচনা করতে এসে সাংসদ মমতাজ সংঘমিতা বর্ধমান ডট কমকে এই ইচ্ছার কথা জানান। তিনি বলেন, ‘উপযুক্ত ট্রমা সেন্টারের অভাবে পানাগড় থেকে দুর্গাপুরে জাতীয় সড়ক সহ শিল্পাঞ্চলের বিভিন্ন রাস্তায় প্রায়ই পথ দুর্ঘটনায় কত মানুষের প্রাণ যাচ্ছে। আমি একজন চিকিৎসক হয়ে এটা উপলব্ধি করেই দুর্গাপুরে খুব শীঘ্রই একটি অত্যাধুনিক ট্রমা সেন্টার চালু করতে চাইছি। প্রয়োজনীয় প্রস্তুতিও শুরু করেছি।’
এদিন সাংসদ মমতাজ সংঘমিতা দুর্গাপুর নগর নিগমকে অত্যাধুনিক বাতানুকুল অ্যাম্বুলেন্স দেওয়ার কথা বলেও না দেওয়ার বিষয়ে বলেন, সাংসদ কোটায় যে ধরনের বড় অত্যাধুনিক বাতানুকুল অ্যাম্বুলেন্স দুর্গাপুর নগর নিগমকে দেব বলেছি সেই অ্যাম্বুলেন্সের জন্য অভিজ্ঞ টেকনিশিয়ান লাগে। দুর্গাপুর নগর নিগম আমাকে মুখে বললেও বাস্তবে অভিজ্ঞ টেকনিশিয়ান দিতে না পারলে আমি অ্যাম্বুলেন্সটি দুর্গাপুর নগর নগমকে ফেলে রাখার জন্য দেব না বলেও সাফ জানালেন সাংসদ। এদিন দুর্গাপুরের এডিডিএ, বিএসএনএল সহ দুর্গাপুর মহকুমাশাসকের কার্যালয়ে গিয়ে মহকুমাশাসক শঙ্খ সাঁতরার কাছে সাংসদ বিভিন্ন কাজের অগ্রগতি নিয়ে খোঁজ খবর নেন। দুর্গাপুর স্টিল টাউনশিপে সাংসদ কোটায় দুটি বাস স্ট্যান্ড তৈরির কাজ ডিএসপি কর্তৃপক্ষ আটকে দেওয়ায় এদিন সাংসদ ক্ষোভ জানিয়ে বলেন, দুর্গাপুরে সাংসদ কোটায় উন্নয়ন মুলক কাজ করতে গেলেই বিভিন্ন সংস্থার জমি জটে সমস্যা তৈরি হচ্ছে। এর ফলে বিভিন্ন পরিকল্পনাগুলিও স্তব্ধ হয়ে যাওয়ায় উন্নয়ন মূলক কাজ করার ইচ্ছাটাই নষ্ট হয়ে যাচ্ছে। বৃহস্পতিবার সাংসদ মমতাজ সংঘমিতা দুর্গাপুরে সারা দিনই বিভিন্ন সরকারি দপ্তর গুলিতে সাংসদ কোটার কাজগুলির অগ্রগতি নিয়ে খোঁজ খবর করেন। বিভিন্ন দপ্তরে সাধারণের ভিড়ে মিশে সাংসদ উপস্থিত হওয়ায় অনেক কর্মী প্রথমে বুঝতে না পেরে হকচকিয়ে যান।