সুপ্রীম কোর্টে সওয়াল জবাব, পার্লামেন্টে দলের অন্যতম প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখা, তাছাড়া ১৯ জানুয়ারি ব্রিগেড সমাবেশের মিটিং-মিছিলের চরম ব্যস্ততার মাঝে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে অন্যরূপে দেখল দুর্গাপুর। তিনি কেবলমাত্র একজন দুঁদে আইনজীবী বা রাজনীতিবিদই শুধু নন, তিনি যে একজন সঙ্গীত শিল্পী তার পরিচয় রাখতে হাতে লাউড স্পিকার নিয়ে এক বিয়ে বাড়ির আসরে মঞ্চে দাঁড়িয়ে গান গাইলেন বৃহস্পতিবার সন্ধ্যায়। বিয়ে বাড়িতে আমন্ত্রিত সাংসদের গান উপভোগ করলেন উপস্থিত সকলে।

বৃহস্পতিবার সন্ধ্যায় দুর্গাপুরের স্টিল টাউনশিপ অ্যানেক্স হোটেলে এক বিয়ে বাড়িতে আমন্ত্রিত ছিলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কল্যাণবাবু যখন বিয়ে বাড়িতে আসেন তখন বিয়ে বাড়ির আমন্ত্রিত সকলকে মনোরঞ্জনের জন্য মঞ্চে গান শোনাচ্ছিলেন দুর্গাপুরের বিশিষ্ট গায়ক কাজল আচার্য। প্রথমে আমন্ত্রিতদের আসনে বসে শিল্পী কাজলের গান শোনেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তারপর হঠাৎই কল্যাণবাবু নিজে গান গাওয়ার ইচ্ছার কথা জানান শিল্পীকে। শিল্পী কাজল সাংসদের ইচ্ছায় সায় দিতেই সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় মঞ্চে দাঁড়িয়ে পেশাদার শিল্পীর মতো রবীন্দ্রসংগীত ‘আমি চিনি গো চিনি তোমারে ওগো বিদেশিনী’, মান্না দে’র সেই বিখ্যাত গান ‘হয়ত তোমারই জন্য’ এবং কিশোর কুমারের ‘নদীয়া সে দরিয়া, দরিয়া সে সাগর’ গান গেয়ে বিয়ে বাড়িতে আমন্ত্রিত অতিথিদের চমকে দেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।


Like Us On Facebook