দুর্গাপুরের কেন্দ্রীয় গবেষণা সংস্থা সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট (সিএমইআরআই) ও ভারত সরকারের দক্ষতা উন্নয়ন মন্ত্রকের অধীন ইলেকট্রনিক্স সেক্টর স্কিল কাউন্সিল অফ ইন্ডিয়ার (ইএসএসসিআই) মধ্যে শনিবার কলকাতায় একটি মউ স্বাক্ষরিত হল। এই চুক্তি অনুযায়ী দুর্গাপুরের সিএমইআরআই ক্যাম্পাসে মেকাট্রনিক্সের একটি উৎকর্ষ কেন্দ্র (সেন্টার অফ এক্সসেলেন্স ইন মেকাট্রনিক্স) গড়ে তোলা হবে।

উভয় সংস্থার উদ্যোগে গড়ে তোলা মেকানিক্যাল, ইলেকট্রনিক্স ও ইনফর্মেটিক্সের মেলবন্ধন হওয়া এই উৎকর্ষ কেন্দ্র ইলেকট্রনিক্স সেক্টরের কর্মীদের দক্ষতা উন্নয়নে বিশেষ সহায়ক হবে বলে মনে করা হচ্ছে। এই কেন্দ্রের মাধ্যমে বেকার যুবকরা ইলেকট্রনিক্স সেক্টরে কারিগরি দক্ষতা বাড়িয়ে নিয়ে নিজেদের বিভিন্ন শিল্প সংস্থায় কাজের সুযোগ্য করে তুলতে পারবে। এদিন সিএমইআরআই-এর ডিরেক্টর প্রফেসর হরিশ হিরানি ও ইএসএসসিআই-এর সিইও এনকে মহাপাত্র এই চুক্তি স্বাক্ষর করেন। উপস্থিত ছিলন উভয় সংস্থার আধিকারিকরাও।

Like Us On Facebook