পুরসভা ও শাসক দলের কর্মীদের পাশাপাশি মশা নিধনে এবার বিরোধী শিবিরের কর্মীরাও ব্লিচিং পাউডার, মশা মারার ওষুধ স্প্রে করতে বিভিন্ন এলাকায় অভিযানে নামল। সোমবার দুর্গাপুরের ৪নং ওয়ার্ডের বিজেপি নেতা প্রদীপ মন্ডল দলীয় কর্মীদের নিয়ে বিভিন্ন বস্তি এলাকায় বিশেষ করে নাগার্জুন সহ পার্শ্ববর্তী এলাকায় ব্লিচিং ছড়ান ও মশা মারা ওষুধ স্প্রে করেন। বিজেপি নেতা প্রদীপ মন্ডল বলেন, ডেঙ্গু প্রতিরোধে পশ্চিমবঙ্গ সরকার সম্পূর্ণ ব‍্যর্থ। তাই সরকারের উপর নির্ভরশীল না থেকে আমরা ব্লিচিং পাউডার ও মশা মারা ওষুধ স্প্রে করছি বিভিন্ন বস্তি এলাকায়। ডেঙ্গু সহ মশাবাহিত রোগ থেকে গরীব মানুষকে বাঁচাতে আমরা সাধ‍্যমত পাশে দাঁড়ানোর চেষ্টা করছি মাত্র।

Like Us On Facebook