.
প্রাতঃভ্রমণে বের হওয়া এক বৃদ্ধার গলা থেকে দেড় ভরির সোনার হার ছিনতাই হয়ে গেল। ঘটনাটি ঘটেছে শুক্রবার সাত সকালে দুর্গাপুরের বিধান নগরের হাডকো মোড় সংলগ্ন একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের উল্টো দিকের ফাঁকা রাস্তায়। জানা গেছে, ছেষট্টি বছরের বৃদ্ধা জয়ন্তী পাল শুক্রবার সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে হাডকো মোড় সংলগ্ন বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের উল্টো দিকের রাস্তায় হাঁটছিলেন, সেই সময় এক বাইক আরোহী হঠাৎ করে এসে জয়ন্তী পালের মুখ চেপে ধরে গলার হারটি ছিনতাই করে চম্পট দেয়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। প্রকাশ্য দিবালোকে এই ভাবে ছিনতাইয়ের ঘটনা ঘটায় স্থানীয় মানুষ পুলিশের নজরদারি বাড়ানোর দাবিতে সোচ্চার হন।
Like Us On Facebook